![]() |
কিভাবে ইউটিউব চ্যানেল ভেরিফাই করবেন |
ইউটিউব এমন একটি প্লাটফর্ম যেখানে মানুষ তার দক্ষতার মাধ্যমে নিজের কেরিয়ারের গড়ে তোলার চেষ্টা করছে । অনেকে সফল আবার অনেকে বিফলও , তবু কেও নিরাশা হয়ে হাল ছেড়ে দিচ্ছে না প্রতি নিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
ইউটিউব হল একটি ভিডিও প্লাটফর্ম যেখানে মানুষ তার কলা কৌশলের ভিডিও বানিয়ে ইউটিউবে পাবলিস করছে এবং ভিউ-র পরিমাণ বেশি হলে সেখান থেকে ইনকাম করার পথ রয়েছে ।
তাই প্রথম প্রথম ইউটিউব চ্যানেল বানানোর পর চ্যানেলের অনেক কিছু Settings করতে হয় তার মধ্যে হল একটি "ইউটিউব চ্যানেল ভেরিফাই" ।
ইউটিউব চ্যানেল ভেরিফাই করা খুবই সহজ একটি পদ্ধতি, কোথায় কি Settings রয়েছে সেটা যদি আপনি জানেন আপনি নিজেও ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে পারবেন ।
ইউটিউব চ্যানেল ভেরিফাই করার জন্য চাই আপনার মোবাইল ফোন নাম্বার । অবশ্যই আপনার মোবাইল নাম্বার টি Active থাকতে হবে কারন ইউটিউব চ্যানেল ভেরিফাই-এর সময় আপনি যখন আপনার মোবাইল নাম্বার দেবেন তখন ইউটিউব থেকে আপনাকে একটি Code দেবে , সেই Code টি পাওয়ার জন্য অবশ্যই আপনার মোবাইল নাম্বার টি অন রাখতে হবে ।
● ইউটিউব চ্যানেল ভেরিফাই করার পদ্ধতি :-
প্রথমে আপনি YouTube.Com গিয়ে Sign in করুন ।
Sign in করার পর নিজের ইউটিউব চ্যানেলে যান অথবা Your Channel-এ ক্লিক করুন ।
![]() |
Image Source YouTube |
তারপর Manage Videos-এ ক্লিক করুন ।
![]() |
Image Source YouTube |
তারপর নিচে একটি ছোটো Settings- এর Icon দেখতে পাবেন ওখানে ক্লিক করুন ।
![]() |
Image Source YouTube |
তারপর Channel-এ ক্লিক করুন ।
![]() |
Image Source YouTube |
তারপর Feature Eligibility তে কিল্ক করুন ।
![]() |
Image Source YouTube |
তারপর Features that require phone number অপশানে ক্লিক করুন ।
![]() |
Image Source YouTube |
ওখানে Verify Phone Number এ ক্লিক করুন, ক্লিক করার পর আপনি একটি New Window তে যাবেন সেখানে আপনি আপনার Country Select করুন তারপর নিজের মোবাইল নাম্বার দিয়ে Continue করুন , ওখানে আপনাকে দুটি অপশান দেবে একটি Call or Massage , আপনি Massage অপশান টি Select করে Continue করুন । এবার ইউটিউব থেকে আপনাকে একটি Massage-এ Code Sent করবে আপনি সেই Code টি টাইপ করে Verify-এ ক্লিক করবেন । নিন আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাই হয়ে গেছে ।
আশাকরি এই Article-এ আপনার সমস্যার সমাধান করতে পেরেছি, যদি কোথাও কোনো অসুবিধা হলে নিচে মন্তব্য করবেন ।
0 Comments