![]() |
Image Source iStock |
যারা এই 2021 সালে ব্লগ লাইফ শুরু করবেন ভাবছেন অথবা যারা এই ব্লগে নতুন শুধুমাত্র তাদের জন্য এই article-টি ।
এই 2021 সালে ব্লগ competition অনেক হারে বেড়ে গেছে । এখানে টিকে থাকাটা খুব একটা সহজ হবে না । বর্তমানে সবাই ইন্টারনেটের ওপর একটু বেশি ফোকাস করছেন । সেটা ব্লগ , ইউটিউব অথবা Social Influencer হতে পারে ।
আজ আপনাদের সাথে যে বিষয়ের ওপর আলোচনা করবো সেটা হল ব্লগ । একজন New Comer Blogger-কে কোন কোন বিষয়ের ওপর নজর দিতে হবে এবং কিভাবে ব্লগ Journey শুরু করবেন ।
1. Research :-
হাতে 10 থেকে 20 দিন সময় নিন । তারপর শুরু করুন ব্লগ লাইফ । কেন নিতে বলছি এই সময় ! এই 10 দিনই আপনার ব্লগ লাইফে অনেকটা প্রভাব ফেলবে । এই 10 দিনে আপনি কি করবেন অথবা কি করা উচিত ?
● সর্বপ্রথম একটা খাতা আর পেন নিন ।
● এবার আপনার হাতে আছে ইন্টারনেট , এবার Research করুন Particular কোন বিষয়ের ওপর আপনি আপনার ব্লগ শুরু করবেন । এবং Select করুন Niche or Micro Niche .
● এবার আপনি যে Niche-টি select করেছেন সেই Niche-এর ওপর কোন কোন website Google-এর Fast Page-এ Rank করছে , সে গুলি খাতায় Note করুন ।
● ঔই website গুলি ভালো ভাবে observe করুন । এবং ওই website-এ কি কি article publishe করা হয়েছে সেগুলি পড়ুন এবং ভাবুন ওই article-এ আরো কি যোগ করলে article-টি আরো ভালো হবে সেটি আপনার খাতায় Note করুন ।
● এবার আপনার Niche-এর ওপর ভিত্তি করে Keyword Find করুন ।
● এবার 30 থেকে 100 article লিখে আপনার Smartphone অথবা Computer-এ store করে রাখুন ।
2. Theme :-
এবার আপনার পরের কাজ হল একটি Responsive Seo Friendly Theme খোঁজা । আপনার theme যতটা user friendly হবে ততই আপনার সুবিধা । একটি ভালো Theme একজন ভালো ব্লগারের চিহ্ন । হ্যাঁ এমনও হতে পারে আপনাকে Paid Theme কিনতেও হতে পারে । অথবা আপনি Free Theme ব্যবহার করতে পারেন ।
● একটি Theme-এ কি কি থাকা প্রয়োজন - আপনার ওয়েবসাইটের লোগো , Category , Social Media Connected Option। আর হ্যাঁ theme যেন আপনার Website Speed-কে সাহায্য করে । তো একটি ভালো Theme খোঁজা খুবই প্রয়োজন ।
3. Fixed Time Table :-
এবার একটি Routine তৈরি করুন । একটা particular Time ঠিক করুন যখন আপনি ব্লগে article পোস্ট করবেন । প্রতিদিন যেন একই time article পোস্ট করা হয় । নতুন নতুন article লেখার জন্য একটি Particular সময় নির্ধারণ করুন । ( মনে রাখবেন ওই যে 30 টি article লিখে রেখেছেন প্রতিদিন যেন একটি করে পোস্ট করবেন ।) বাকিটা সময় আপনি আপনার website analytics check করবেন ।
4. Find Best Hosting and Buy Your Domain :-
এবার আপনার কাজ হল একটি ভালো Hosting Service খুঁজে বার করা , এর জন্য একটু Research করুন অথবা আমি Suggest করতে পারি Hostinger.in (আমি নিজে ব্যবহৃত করছি ) । এবার আপনার কাজ হল আপনার Niche ভিত্তিতে একটি perfect Domain select করা । তবে মনে রাখবেন এই Domain টি যেন User-রা খুব সহজেই মনে রাখে । এবং আপনার domain-টিকে Brand-এ পরিবর্তন করুন ।
● অবশ্যই যখন Top Level domain select করবেন চেষ্টা করবেন .com , .in , .net নেওয়ার । কারন Google এগুলিকে Brand হিসাবে চিহ্নিত করে ।
এর পরের ধাপ টা কি অথবা এরপর আপনি কি করবেন সেই সম্পর্কে জানাবো ।
1. Logo :-
আপনার website-টিকে brand বানাতে হলে অবশ্যই unquie logo তৈরি করুন । এই logo-ই হল আপনার চিহ্ন , এই চিহ্নের সাহায্যেই লোক জানতে পারবে এটি একটা Brand Website . এবার কোন কোন Size-এর Logo তৈরি করেবেন , একটি square logo , একটি Twitter Header size logo ,একটি YouTube Thumbnail Size logo . আপনি logo বানানোর জন্য Pixellab App টি ব্যবহার করতে পারেন । এটি free এবং খুবই সহজ ব্যবহার করতে পারবেন ।
2. Platform :-
আশাকরি আপনার সমস্ত Research সম্পূর্ণ হয়েছে । এবার আপনি কোন Platform নেবেন ? নতুন ব্লগারদের মাথায় একটি প্রশ্ন কোন Platform-টা ঠিক ? যদি আমার মত নেন তাহলে অবশ্যই বলবো Wordpress. হ্যাঁ wordpress-ই হল ব্লগারের জন্য Perfect Platform. তবে Blogspot.com খারাপ না , যদি আপনি html code master হয়ে থাকেন কম খরচে Blogspot ব্যবহার করতে পারেন ।
● What is the Next Step -
এবার আপনারা নিশ্চই ভালো Hosting Service ভেবে রেখেছেন যে এখান থেকে Hosting + Domain buy করবেন । এখন আপনাদের first কাজ হল সেই Hosting Service গিয়ে first month-এর জন্য, হ্যাঁ first month-এর জন্য পরে আপনি hosting monthly plan Upgrade করিয়ে নেবেন যখন আপনার Hosting service-টি Traffic Control করতে পারবে না । এখন প্রথম মাসের জন্য buy করুন ।
Hosting+ Domain Buy করার পর Wordpress Install করুন ।
3. Theme Customization :-
এবার আপনার কাজ হল যে theme-টি আপনি আপনার ব্লগারের জন্য select করে রেখেছেন সেটি wordpress theme-এ install করুন । এবং নিজের মতো করে অথবা theme-টি যেন দেখতে সুন্দর লাগে সেই ভাবে Theme-টিকে Customize করুন ।
● Category :-
Theme-এর সাথে Category অবশ্যই ভেবে রেখেছেন । যে Niche-টি select করেছেন সেই Niche ভিত্তিতে Category তৈরি করুন । মনে রাখবেন User যেন খুব সহজেই Category ব্যবহার করতে পারে ।
4. Settings :-
এরপর কাজটি হল ব্লগারের যে সমস্ত Settings গুলি প্রয়োজন সেগুলি করে নেন । যেমন - ব্লগারের tag Line , Blogger Description , Time and Date updates etc . সমস্ত কাজ গুলি করে ফেলুন ।
5. Add Google Analytics Code :-
এই কাজটি খুবই প্রয়োজন । যদি আপনার Google Analytics-এ account না থাকে অবশ্যই Google Analytics-এ account বানান এবং আপনার website add করে website analytics code-টি আপনার blog website-এ add করুন ।
● কেন Google Analytics Code Add করবেন ?
যদি এই কাজটি করেন আপনি আপনার website সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পারবেন । যেমন ধরুন কোথা থেকে আপনার traffic আসছে , কোন keyword through আপনার website Visit করছে , Realtime User কতজন আছে etc.
6. Create Social Media Account :-
15 থেকে 16-টি Social Media-তে আপনার website name-এ account বানান । সমস্ত social Media-তে logo যেন একই হয় । প্রতিটি website-এ আপনার website url দিয়ে দিন । এর ফলে খুব সহজেই Google আপনার website-টিকে brand হিসাবে মেনে নেবে । এবং আপনার article quick index হতে সাহায্য করবে ।
7. Post Article :-
আশা করি আপনি আগে কিছু article নিজের কাছে store করে রেখেছেন । এবার কি করবেন ? প্রথম 10 দিন একটি করে article post করুন একই time . তবে আপনার article-টি যেন 1000 থেকে 2000 word-এর হয় । Article-টি ভালো ভাবে সাজান , Unquie Title দিন , Heading দিন , subheading দিন সাথে point দিন কিছু কিছু জায়গায় colour দিন । এবার কোন Category-র article সেটি select করুন , manual Permalink দিন ( Ex- How-can-a-blog-be-successful? ), search Description দিন , tag দিন এবং article-টি post করুন । এবং সমস্ত article-এর link Social Media-তে share করুন । ঠিক তার পর 10 দিন দুটি করে article post করুন , ঠিক তার পরের 10 দিন 3-টি করে article post , এই ভাবে article-এর post যেন বাড়তে থাকে তবে মনে রাখবেন সমস্ত article post যেন same time-এ হয় ।
8 . Add Website on Search Console :-
ঠিক 10 দিন পর আপনার website-টিকে Google Search Console-এ add করুন এবং সাথে Bing , Yahoo অনান্য Search Console Add করুন । আপনি দেখবেন আপনার website-টি quickly Google Search Engine-এ নিয়ে নেবে । অবশ্যই sitemap.xml , sitemap-index.xml , rss.xml এই code গুলি দেবেন।
9. Backlink :-
এরপরের কাজ হল আপনাকে Backlink বানাতে হবে । অনেক website আছে যার সাহায্যে আপনি Backlink বানাতে পারেন । আপনি smallseotools.com-এর সাহায্য নিতে পারেন Backlink বানানোর জন্য এবং এর সাথে সাথে smallseotools.com আপনার website rank করাতে অনেকটা সাহায্য করবে ।
যদি আপনি নিজে Backlink বানাতে চান তাহলে আপনি Quora-এর help নিতে পারেন । বড়ো বড়ো ব্লগার Quora-রা সাহায্য নেয় ।
10 . অপেক্ষা :-
এবার আপনার কাজ হল অপেক্ষা করা । এবং website-এ article post করা এবং পুরনো article update করা এবং সাথে old article গুলির সাথে internal link করা । এবং মাঝে মাঝে সেই article গুলি আরো কিছু word যোগ করা ।
মন্তব্য :- আশাকরি এই সমস্ত কাজ গুলি আপনি step by step করবেন । এবং কোথাও কিছু সমস্যা হলে অবশ্যই কমেন্টে করবেন । এর পরের আপনাদের কি করতে সেই সম্পর্কে অবশ্যই আপনা দের পরের article-এ জানাবো ।
0 Comments