![]() |
কিভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করতে হয় |
এই সময়ে ফেসবুক খুব বেশি ব্যবহার হচ্ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন । খুব সহজেই ফেসবুক একাউন্ট খোলো যায় । কিন্তু এই ফেসবুকের কোথায় কি Settings তা খুঁজে পাওয়া একটু কঠিন ।
নিত্য দিনের সাথী হয়ে উঠেছে এই ফেসবুক । তাই কোনো না কোনো কারণে এই সাথী কে ছেড়ে চলে যেতে হয় । হ্যাঁ আজ আমরা আলোচনা করবো "কিভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করতে হয়?"
বলেছিলাম না ফেসবুক খোলা টা যতটা সহজ তার Settings খোঁজা খুবই মুশকিল । আপনি যদি Google গিয়ে সার্চ করেন -" কিভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করতে হয় " দেখবেন তার সাথে এই ধরনের সার্চ দেখা যাবে -
▪ কিভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করবো ?
▪ কিভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করা হয় ?
▪ কিভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করব ?
▪ ফেসবুক একাউন্ট কিভাবে ডিলিট করে ?
▪ কিভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করা যায় ?
![]() |
Image Source Google |
আজ আমরা এই সব প্রশ্নের উত্তর দেব তার আগে জানাবো কেন মানুষ তার নিত্য দিনের সাথী ফেসবুক কে ডিলিট করে দেওয়ার পরিকল্পনা করছে ।
1. অনেকদিন ফেসবুক ব্যবহার করার পর ফেসবুক বন্ধ করতে ইচ্ছা করে ।
2. হয়তো সেই মানুষটির Facebook Account-টি Hacked হতে পারে যার ফলে সে ফেসবুক একাউন্ট ডিলিট করতে চায় ।
3. অথবা মানুষটি ফেসবুকে সুরক্ষিত অনুভব করছে না তাই সে ফেসবুক ডিলিট করবে বলে ভাবছেন ।
4. এমনও মানুষ আছে যারা ফেসবুক কিভাবে ব্যবহার করে তা ঠিক ভাবে জানে না এক্ষেত্রে সে ফেসবুক বন্ধ করতে চাইবে ।
5. হয়তো মানুষটির অন্য একটি ফেসবুক একাউন্ট আছে ।
6. অনেকেই তার Study-র জন্য ফেসবুক চির তর ডিলিট করে দেয় ।
7. অথবা নিজস্ব কোনো সমস্যার জন্য ফেসবুক ডিলিট করতে হয় ।
উপরের কারণগুলির মধ্যে হয়তো আপনার একটি কারন হতে পারে ।
ফেসবুক একাউন্ট ডিলিট করার জন্য আমাকে Step by Step Follow করুন -
ফেসবুক ডিলিট করার পদ্ধতি :-
প্রথমে ফেসবুক অন করে Settings & Privacy-তে যান ।
![]() |
Image Source Facebook |
শুধুমাত্র Settings অপশনটি বেছে নিন ।
![]() |
Image Source Facebook |
তারপর Account Ownership & Control অপশানে যান ।
![]() |
Image Source Facebook |
তারপর Deactivation and Deletion অপশান টি বেছে নিন ।
![]() |
Image Source Facebook |
তারপর Delete Account Select করে Continue to Account Deletion কিল্ক করুন ।
![]() |
Image Source Facebook |
এরপর ফেসবুক আপনাকে আপনার ফেসবুক পাসওয়ার্ড চাইবে আপনার পাসওয়ার্ড টি টাইপ করে Continue করবেন তারপর হয়তো আপনাকে কারণ জানতে চাইবে কেন আপনি ফেসবুক একাউন্ট ডিলিট করতে চাইছেন , যেকোনো একটি কারণ বেছে নিয়ে Continue করবেন ।
এরপর ফেসবুক আপনাকে একটি মেসেজ দেবে বলবে আপনার ফেসবুক একাউন্ট টি 30 দিন পর ডিলিট হবে , এর মধ্যে যদি আপনি আপনার ফেসবুক নাম্বার অথবা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন আপনার ফেসবুক একাউন্ট টি আবার ফিরে পাবেন । যদি 30 দিন হয়ে যায় আপনার ফেসবুকে একাউন্ট ডিলিট হয়ে যাবে ।
আশাকরি এই Article-এর মাধ্যমে ফেসবুক একাউন্ট কিভাবে ডিলিট করতে হয় তা জানাতে পেরেছি । কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই মন্তব্য করে জানাবেন ।
0 Comments