কিভাবে ফেসবুক প্রোফাইল লক করা যায় - Kivabe Facebook Profile Lock Korbo in 2021

 

কিভাবে ফেসবুক প্রোফাইল লক করা যায়
কিভাবে ফেসবুক প্রোফাইল লক করা যায়

বর্তমানে প্রায় গোটা দেশ জুড়ে ফেসবুক ছড়িয়ে পড়েছে । যেন ফেসবুক আমাদের নিত্য জীবনের সাথী । সকাল হলেই একবার ফেসবুক অন করতে সবারই মন টানে ।

এই ফেসবুকের সৃষ্টি কর্তা হল মার্ক জুকারবার্গ,  তিনি  February 4 , 2004 সালে এই ফেসবুক বানিয়ে ছিলেন ।

যত দিন যাচ্ছে আমরা কোনো না কোনো সমস্যাতে পরি , সেটা Cyber Crime- ই হোক না কেন ! তাই প্রতিনিয়ত ফেসবুক তার Security System Update করতে থাকে ।

ফেসবুকের প্রত্যেকের সুরক্ষার জন্য একটি নতুন ফিচার যোগ করেছে সেটা হল ফেসবুক প্রোফাইল লক ।

তার আগে জেনে নিই এই ফেসবুক প্রোফাইল লকের সুবিধা অসুবিধা  -

প্রথমত ফেসবুক প্রোফাইল লক করে রাখলে আপনার ফেসবুকের টাইম লাইন সুরক্ষিত থাকবে এর ফলে আপনি কি পোস্ট করছেন তা কেও জানতে পারবে না শুধুমাত্র আপনার বন্ধুরা ছাড়া । এটা একদিক থেকে অনেকটা সুরক্ষা জনক ।

ধরুন আপনার ফেসবুক প্রোফাইল লক না থাকলে আপনার ফেসবুক থেকে যে কেও আপনার ফটো ডাউনলোড করে নিতে পারে , বলতে পারেন আপনার সমস্ত ইনফরমেশন অন্য জনের হাতে তুলে দিচ্ছেন ।

ফেসবুক প্রোফাইল লক ফিচারের আগে Privacy-তিনটি অপশন ছিল যেমন - Public,  Friend,  Only Me । কিন্তু সবাই Public Option-টাই বেছে নিত । তাই যে কেও Cyber Crime-এ আটক হত ।

সব দিক চিন্তা ভাবনা করে ফেসবুক এই ফিচার যোগ করেছে । আর এই সুযোগটিকে সবাই ব্যবহার করা উচিত ।

1. কিভাবে ফেসবুক প্রোফাইল লক করার পদ্ধতি  :-

প্রথমে আপনি আপনার ফেসবুক অন করুন । তারপর Settings & Privacy-তে যান এবং কিল্ক করুন ।



তারপর শুধুমাত্র Settings অপশানে ক্লিক করুন ।



তারপর নিচে Scroll করে Profile Locking অপশানে ক্লিক করুন ।



তারপর Lock Your Profile-এ কিল্ক করুন ।



তারপর Ok তে কিল্ক করুন ।



2 . কিভাবে ফেসবুক প্রোফাইল আনলক করার পদ্ধতি  :-

একি ভাবে Settings & Privacy তে যান তারপর শুধুমাত্র Settings অপশানে ক্লিক করুন,  তারপর Profile Locking এ যান ।



ওখানে ডানদিকে Unlock বলে একটি অপশন আছে ওটি ক্লিক করুন ।



তারপর Unlock Your Profile এ ক্লিক করুন ।



তারপর Ok তে কিল্ক করুন ।



আশাকরি আপনার আপনার প্রফোইল লক করার পদ্ধতি জেনে গেছেন । এবার আপনার হাতে আপনার সুরক্ষার চাবি । আপনি আপনার প্রফোইল লক করবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত ।

কোথাও কিছু সমস্যা হলে অবশ্যই নিচে মন্তব্য করে জানাবেন ।

Post a Comment

0 Comments